আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চীনের দূতাবাস আয়োজিত দু’দিনব্যাপী “বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন ২০২৫” শুরু হয়েছে শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫)। এবারের প্রদর্শনীতে প্রিমিয়ার ব্যাংক হাল-২ এর ৭৫ ও ৭৬ নং স্টলে তাদের প্যাভিলিয়ন স্থাপন করেছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা এস. কে. বশির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. সাবুর হোসেন, অর্থ মন্ত্রণালয়ের ইআরডির অতিরিক্ত সচিব ও উইং চিফ মিরানা মাহরুখ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা এস. কে. বশির উদ্দিন ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রিমিয়ার ব্যাংক প্যাভিলিয়ন পরিদর্শন করেন। এ সময় তাদের স্বাগত জানান প্রিমিয়ার ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান ড. আরিফুর রহমান; ব্যাংকের ইনডিপেনডেন্ট ডিরেক্টর ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন; ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর; প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহেদ সিকান্দার; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গুলশান শাখার প্রধান নাসিম সিকান্দার; ডিএমডি ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ; ডিএমডি ও বনানী শাখার প্রধান অমলেন্দু রায়সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।
প্রিমিয়ার ব্যাংক কর্মকর্তারা জানান, প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে তারা ব্যাংকিং ও বিনিয়োগের সুযোগ-সুবিধা, বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ–সংক্রান্ত সেবা ও পণ্য সম্পর্কে দর্শনার্থীদের অবহিত করছেন।