September 14, 2025

শিরোনাম
  • Home
  • শিক্ষাঙ্গন
  • নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কৃষি বায়োটেকনোলজি বিষয়ক ৩য় ইয়ুথ ফোরামের উদ্বোধন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কৃষি বায়োটেকনোলজি বিষয়ক ৩য় ইয়ুথ ফোরামের উদ্বোধন

Image

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে কৃষি বায়োটেকনোলজি বিষয়ক ৩য় ইয়ুথ ফোরামের উদ্বোধনী অধিবেশন। এনএসইউ, ওআইসি-কোমস্টেক (OIC-COMSTECH) ও ইসলামিক অর্গানাইজেশন ফর ফুড সিকিউরিটি (আইওএফএস) এর যৌথ আয়োজনে শুরু হওয়া এই দুই দিনব্যাপী (১৩ ও ১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠানে নীতিনির্ধারক, একাডেমিক এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অংশ নেন।

উদ্বোধনী অধিবেশনে বক্তারা বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বায়োটেকনোলজির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফোরামের মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন দিক, উদ্ভাবনী প্রয়োগ এবং সম্ভাবনা সম্পর্কে জানার সুযোগ পাবেন।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে একাধিক টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। এসব সেশনে তুরস্ক, মালয়েশিয়া, আজারবাইজান, পাকিস্তান, কাজাখস্তানসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা বক্তব্য রাখবেন। আয়োজকরা জানান, এই ফোরাম কৃষি বায়োটেকনোলজিতে জ্ঞান বিনিময় ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Scroll to Top