September 11, 2025

শিরোনাম

জাকসু নির্বাচন বর্জন করলেন ছাত্রদল

Image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর, ২০২৫) বেলা সাড়ে ৩টার দিকে মওলানা ভাসানী হলের অতিথি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী এ ঘোষণা দেন। এ সময় সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. শেখ সাদী হাসানসহ প্যানেলের অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

বৈশাখী অভিযোগ করে বলেন, তাজউদ্দীন হলে তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। ভোটার তালিকায় ছবি ছিল না। ২১ নম্বর হলে মব তৈরি করা হয়েছে। জাহানারা ইমাম হলে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার ঘটনাও ঘটেছে।

Scroll to Top