September 10, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বাংলাদেশ-ডেনমার্ক সম্পর্ক আরও জোরদার: ন্যায়বিচার, শ্রম ও সবুজ প্রবৃদ্ধিতে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার

বাংলাদেশ-ডেনমার্ক সম্পর্ক আরও জোরদার: ন্যায়বিচার, শ্রম ও সবুজ প্রবৃদ্ধিতে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার

Image

ডেনমার্ক ও বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) ঢাকায় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার।

সাক্ষাতে উভয়পক্ষ বিদ্যমান মজবুত অংশীদারিত্ব পর্যালোচনা করে ন্যায়বিচার, সংস্কার, বিনিয়োগ ও সবুজ প্রবৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করে। রাষ্ট্রদূত মোলার অন্তর্বর্তীকালীন সরকারের ন্যায়বিচার ও সংস্কার কর্মসূচিতে ডেনমার্কের সহায়তার হালনাগাদ তথ্য তুলে ধরেন। এর মধ্যে রয়েছে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠা, জাতীয় মানবাধিকার কমিশন পুনর্গঠন, গণমাধ্যমের স্বাধীনতা সংক্রান্ত সংস্কার এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসন সহায়তা।

উভয়পক্ষ রোহিঙ্গা সংকট ও আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি নিয়েও মতবিনিময় করে।

ডেনমার্কের প্রধান বিনিয়োগ প্রকল্পগুলোর অগ্রগতি নিয়েও আলোচনা হয়। রাষ্ট্রদূত জানান, চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনাল, যেখানে মায়ারস্ক/এপিএমটি বাংলাদেশের বাণিজ্য ও লজিস্টিক সক্ষমতা রূপান্তরের উদ্যোগ নিয়েছে; কক্সবাজার উপকূলে কোপেনহেগেন ইনফ্রাস্ট্রাকচার পার্টনার্সের ৫০০ মেগাওয়াট অফশোর উইন্ড এনার্জি প্রকল্প; এবং ঢাকার ৬০ লাখ মানুষের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে সাইদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্প—সবই ডেনমার্কের বিনিয়োগের অংশ।

রাষ্ট্রদূত মোলার আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) ২০৫০ সালের মধ্যে কার্বন-নিরপেক্ষ শিপিং ভিশনের প্রতি ডেনমার্কের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য সম্মেলনে বাংলাদেশকে ‘আইএমও নেট জিরো এগ্রিমেন্ট’ বাস্তবায়নে সমর্থনের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, এ চুক্তিতে বাংলাদেশের সমর্থন শুধু বৈশ্বিক জলবায়ু লক্ষ্যগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে না, বরং আন্তর্জাতিক শিপিং খাতে প্রতিযোগিতামূলক ও টেকসই কেন্দ্র হিসেবে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করবে।

শ্রম আইন বিষয়ে রাষ্ট্রদূত বলেন, আইএলওর গভার্নিং বডির সদস্য এবং বাংলাদেশের শ্রম সংস্কারবিষয়ক ৩+৫+১ সংলাপে ইইউ সদস্য রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ডেনমার্ক অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশ শ্রম আইনকে আইএলও মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রতিশ্রুতিকে জোরালোভাবে সমর্থন করে। এটি ভবিষ্যতে ইইউর জিএসপি+ সুবিধা পাওয়ার পথ সুগম করবে।

সাক্ষাতে সবুজ সামুদ্রিক সমাধান এবং নীল অর্থনীতিতে অংশীদারিত্বের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। উভয়পক্ষ বাংলাদেশকে একটি উৎপাদনকেন্দ্র থেকে একটি টেকসই উৎপাদনকেন্দ্রে রূপান্তরে সহায়তা, সবুজ প্রবৃদ্ধি, ন্যায্য শ্রমমান এবং টেকসই বিনিয়োগ নিশ্চিত করতে যৌথ অঙ্গীকার ব্যক্ত করে।

Scroll to Top