September 10, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • জ্বালানি, কৃষি ও শিক্ষায় বাংলাদেশ-ফিলিপাইন সম্পর্ক জোরদারের আহ্বান জানালেন ফিলিপাইন রাষ্ট্রদূত

জ্বালানি, কৃষি ও শিক্ষায় বাংলাদেশ-ফিলিপাইন সম্পর্ক জোরদারের আহ্বান জানালেন ফিলিপাইন রাষ্ট্রদূত

Image

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) রবিবার (৩১ আগস্ট ২০২৫) রাজধানীতে “Beyond Bilateral Ties: Unlocking New Avenue in Bangladesh-Philippines Cooperation” শীর্ষক একটি কান্ট্রি লেকচারের আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত Nina P. Cainglet প্রধান অতিথি বক্তা হিসেবে উপস্থিত থেকে মূল বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের শুরুতে বিআইআইএসএস মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস, বিএসপি, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, পিইঞ্জ স্বাগত বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন সূচনা বক্তব্য প্রদান করেন। অধিবেশনটি সঞ্চালনা করেন সাবেক ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব ও কূটনীতিক রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিক।

অধ্যাপক ড. দেলোয়ার হোসেন তাঁর আলোচনায় বাংলাদেশ-ফিলিপাইন ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন এবং বাণিজ্য, বিনিয়োগ, জনগণের মধ্যে যোগাযোগ ও সামুদ্রিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিবর্তিত ভূ-রাজনৈতিক বাস্তবতায় কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন।

রাষ্ট্রদূত Nina P. Cainglet তাঁর মূল বক্তৃতায় দুই দেশের অভিন্ন মূল্যবোধ ও উন্নয়ন অগ্রাধিকার তুলে ধরে জ্বালানি, কৃষি ও শিক্ষার মতো খাতে বৃহত্তর সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব।

উন্মুক্ত আলোচনা পর্বে উর্ধ্বতন সরকারি কর্মকর্তা, কূটনীতিক, শিক্ষাবিদ, মিডিয়া প্রতিনিধি, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তাঁরা বাংলাদেশ-ফিলিপাইন সম্পর্ক আরও গভীর করার বিষয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন।

Scroll to Top