বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট ২০২৫) অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি তার বক্তব্যে তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সর্বস্তরের নেতাকর্মীকে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনের প্রধান বক্তা ছিলেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিএনপি’র কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মো. মোস্তাক মিয়া প্রমুখ।