September 12, 2025

শিরোনাম

স্বপ্ন সুপারশপে দেশের প্রথম সেলফ-চেকআউট কাউন্টার উদ্বোধন

Image

বাংলাদেশে দেশের প্রথম সেলফ-চেকআউট কাউন্টার উদ্বোধন করেছে স্বপ্ন সুপারশপ, যেখানে গ্রাহকরা সহজে ও দ্রুত নিজেদের কেনাকাটা বিল পরিশোধ করতে পারবেন। বিশ্বখ্যাত পেমেন্ট প্রযুক্তি প্রতিষ্ঠান মাস্টারকার্ড এই উদ্ভাবনী উদ্যোগকে সহায়তা করেছে।

বিশেষ এ সেবাটি সম্মানিত ক্রেতাদের জন্য প্রাথমিকভাবে গুলশান-১ আউটলেটে উদ্বোধন করা হয় বুধবার (২০ আগস্ট ২০২৫) দুপুর ২টায়। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের ইউ.এস. কমার্শিয়াল সার্ভিসের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট, স্বপ্ন-র ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হাসান নাসির, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ইস্টার্ন ব্যাংক পিএলসি-এর ডিএমডি ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ার, মাস্টারকার্ডের ওভারসিজ সেলস ম্যানেজার (বাংলাদেশ) সানিউল জাদীদ, ডিরেক্টর সোহাইল আলিম এবং মার্চেন্ট অ্যান্ড কমার্স লিড জুবেয়ার হোসেন।

স্বপ্নে চালু হওয়া এই প্রযুক্তি গ্রাহকদের জন্য আধুনিক, দ্রুত ও নিরাপদ কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করবে। বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের খুচরা বাজারে এটি এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ডিজিটাল পেমেন্ট ব্যবহারে গ্রাহকদের আরও উৎসাহিত করবে।

Scroll to Top