September 15, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত

Image

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত মি. জোরিস ভ্যান বোমেল সোমবার (১৮ আগস্ট ২০২৫) রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন। মাত্র এক সপ্তাহ আগে ঢাকা আগত রাষ্ট্রদূত ভ্যান বোমেলের এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো বঙ্গভবনে।

পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও রাষ্ট্রদূত ভ্যান বোমেল বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ক ও দৃঢ় অংশীদারিত্বের ওপর আলোকপাত করেন। বিশেষ করে পানি ব্যবস্থাপনা, কৃষি, সমুদ্র ও নৌ-খাত এবং তৈরি পোশাক শিল্পকে দুই দেশের সহযোগিতার মূল ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়।

দীর্ঘদিন ধরে চলমান প্রশিক্ষণ ও বৃত্তি কার্যক্রম, তরুণ উদ্যোক্তাদের সহায়তায় সফল “অরেঞ্জ কর্নার” প্রোগ্রাম, গণতন্ত্র ও মানবাধিকার উন্নয়ন এবং সিভিল সোসাইটি শক্তিশালীকরণের ক্ষেত্রে নেদারল্যান্ডসের সহযোগিতার বিষয়টিও আলোচনায় উঠে আসে। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশে আশ্রিত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গাদের জন্য সরকারের অসামান্য প্রচেষ্টার প্রশংসা করেন এবং এ খাতে ডাচ সমর্থনের কথাও উল্লেখ করেন।

রাষ্ট্রপতি ও রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন। আলোচনার এক পর্যায়ে রাষ্ট্রদূত ভ্যান বোমেল বাংলাদেশের প্রতি নেদারল্যান্ডসের রাজা মহামান্য উইলেম-আলেকজান্ডারের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

Scroll to Top