September 15, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • ইউজিসি’র পূর্ণকালীন সদস্য হিসেবে যোগদান করলেন প্রফেসর ড. আইয়ূব ইসলাম

ইউজিসি’র পূর্ণকালীন সদস্য হিসেবে যোগদান করলেন প্রফেসর ড. আইয়ূব ইসলাম

Image

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নতুন পূর্ণকালীন সদস্য হিসেবে যোগদান করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আইয়ূব ইসলাম।

সোমবার (১৮ আগস্ট ২০২৫) ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে, রবিবার (১৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে চার বছরের জন্য কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেয়। নিয়োগাদেশ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রফেসর ড. আইয়ূব ইসলাম অব্যবহিত পূর্বপদে সর্বশেষ আহরিত বেতন-ভাতাসহ প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন।

প্রফেসর ড. আইয়ূব ইসলাম দীর্ঘদিন ধরে একাডেমিক ও গবেষণা অঙ্গনে দায়িত্ব পালন করছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ এবং ব্যুরো অব বিজনেস রিসার্চের চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি, তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক এবং চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের উপদেষ্টা ও এমবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অ্যাবারডিন থেকে পোস্ট ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন। তাঁর একাডেমিক ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি কমনওয়েলথ অ্যাকাডেমিক স্টাফ ফেলোশিপ, চ্যান্সেলর্স অ্যাওয়ার্ড এবং বিভিন্ন পর্যায়ে ট্যালেন্টপুল স্কলারশিপসহ একাধিক সম্মাননা অর্জন করেছেন।

পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় প্রফেসর ড. আইয়ূব ইসলামকে অভিনন্দন জানিয়েছে ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।

Scroll to Top