শনিবার (১৬ আগস্ট, ২০২৫) রাজধানীর উত্তরার দিয়াবাড়ি ১৬ নং সেক্টরে বাংলাদেশ ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ক্লাবের ইজিএম মিটিং এর মধ্য দিয়ে এ ভবন নির্মাণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব এজাজ আহমেদ। বিশেষ এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্লাবের প্রেসিডেন্ট, বিশিষ্ট শিল্পপতি, রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব এম. কফিলউদ্দিন আহমেদ।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বাংলাদেশ ক্লাবের সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।