অনলাইন ডেস্কঃ
শুক্রবার (১৫ আগস্ট, ২০২৫) আলাস্কায় অনুষ্ঠিত এই বৈঠক শেষে এই দুই নেতা কিছু বিষয়ে একমত হওয়ার কথা জানিয়েছেন এবং সম্পর্ক পুনরুজ্জীবিত করার ইঙ্গিত দিয়েছেন। তবে যুদ্ধবিরতি নিয়ে কোনো ঘোষণা আসেনি।
নিজেকে একজন দক্ষ মধ্যস্থতাকারী হিসেবে দাবি করা ট্রাম্প আলাস্কার এক বিমান ঘাঁটিতে পুতিনকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছেন।
তিন ঘণ্টা ধরে চলা বৈঠকটি হঠাৎ করে শেষ হয়। এরপর ট্রাম্প ও পুতিন নিজেদের মধ্যে সৌজন্যমূলক কথাবার্তা বললেও সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন। পরবর্তীতে ট্রাম্প বলেন, ‘আমরা এখনো চূড়ান্ত অবস্থায় পৌঁছাইনি, তবে কিছুটা অগ্রগতি হয়েছে। কোনো চুক্তি ততক্ষণ পর্যন্ত চুক্তি নয়, যতক্ষণ না তা সম্পূর্ণ হয়।’
সূত্রঃ বাসস।