অনলাইন ডেস্কঃ
অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম সোমবার (১২ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) যান।
তিনি এ সময় ওই হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। সেই সঙ্গে তাদের চিকিৎসার জন্য যা কিছু দরকার, তা সরকার করে যাবে বলেও আশ্বস্ত করেন।
উপদেষ্টার সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. শফিকুল আলম চৌধুরী, উপাধ্যক্ষ ডা. দেবেশ চন্দ্র তালুকদার, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান প্রমুখ।