August 3, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • মার্কিন শুল্ক হ্রাস বাংলাদেশের পোশাক খাতে বড় স্বস্তির বার্তা: বিজিএমইএ সভাপতি

মার্কিন শুল্ক হ্রাস বাংলাদেশের পোশাক খাতে বড় স্বস্তির বার্তা: বিজিএমইএ সভাপতি

Image

শনিবার (০২ আগস্ট ২০২৫) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক পণ্যের উপর শুল্ক হ্রাস সংক্রান্ত এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। বিজিএমইএ ভবনে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান (বাবলু), সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, মোহাম্মদ আব্দুর রহিম, ফয়সাল সামাদ, মো. হাসিব উদ্দিন, মোহাম্মদ আবদুস সালাম, নাফিস-উদ-দৌলা, মজুমদার আরিফুর রহমান, জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, আসেফ কামাল পাশা, রুমানা রশীদ ও সামিহা আজিম।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি জানান, যুক্তরাষ্ট্র সরকার সম্প্রতি বাংলাদেশ থেকে আমদানিকৃত পোশাক পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করেছে। এই সিদ্ধান্তকে তিনি দেশের তৈরি পোশাক শিল্পের জন্য “একটি বড় স্বস্তির খবর” হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “এই অর্জন সম্ভব হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের নিরলস প্রচেষ্টায়। বিশেষ করে বাণিজ্য ও নিরাপত্তা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট টিমের আন্তরিকতা ও কৌশলী আলোচনার ফলেই এ সাফল্য এসেছে। আমরা তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।”

তবে এই অর্জনে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই বলে সতর্ক করে তিনি বলেন, “বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিল্পের পাশাপাশি সরকারের নীতিগত সহায়তা আরও শক্তিশালী হওয়া প্রয়োজন।”

তিনি আশা প্রকাশ করেন, শিল্প মালিক, সরকার, শ্রমিক সংগঠন ও নাগরিক সমাজ—সব পক্ষের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই এই শুল্ক হ্রাস এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারবে। পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ধরে রাখতে হলে কাঙ্ক্ষিত মান, সময়মতো সরবরাহ এবং শ্রমিক কল্যাণ নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

Scroll to Top