August 3, 2025

শিরোনাম

ইতিবাচক কর্মপরিবেশ গড়তে বিএসসিএলের প্রশিক্ষণমূলক কর্মশালা অনুষ্ঠিত

Image

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)-এর সকল স্তরের কর্মকর্তাদের মধ্যে একটি সুশৃঙ্খল, প্রাণবন্ত, অন্তর্ভুক্তিমূলক, উৎপাদনমুখী এবং প্রগতিশীল কর্ম-পরিবেশ তৈরির লক্ষ্যে “Building Better Bonds: Positive Relationships for a Productive Workplace” শীর্ষক একটি অর্ধ-দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ জুলাই ২০২৫) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিএসসিএল-এর প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বিএসসিএলের মহাব্যবস্থাপক (প্রশাসন ও ক্রয়) জনাব গোলাম সারোয়ার।

তিনি কর্মক্ষেত্রে সমন্বয় ও সহযোগিতার পরিবেশ তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানের সামগ্রিক দক্ষতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।

এই কর্মশালায় প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে অংশ নেন গাজীপুরে অবস্থিত বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) এর গ্রাউন্ড স্টেশন ও বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশনের কর্মকর্তাবৃন্দ।

Scroll to Top