September 14, 2025

শিরোনাম

ফরাসি ব্র্যান্ড সেলিওর সঙ্গে বিজিএমইএর বৈঠক অনুষ্ঠিত

Image

প্রখ্যাত ফরাসি ফ্যাশন ব্র্যান্ড সেলিও-এর সভাপতি সেবাস্তিয়ান বিসমুথ ঢাকায় বিজিএমইএ কার্যালয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনের পথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

উভয় পক্ষই টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং বাংলাদেশে সেলিও-র ব্যবসায় সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে মতবিনিময় করেন।

আলোচনাকালে সেলিও তাদের সরবরাহকারীদের সৌর প্যানেল স্থাপনে সহায়তা দিতে দীর্ঘমেয়াদী অর্থায়নের কথা জানান।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান সেলিও -কে নবায়নযোগ্য জ্বালানির দিকে শিল্পের রূপান্তরকে আরও উৎসাহিত করতে সল্প সুদে এবং সহজ শর্তে ঋণ প্রদানের বিষয়টি বিবেচনার অনুরোধ জানান।

সাক্ষাতে সেলিও-র পক্ষ থেকে অফার অ্যান্ড বাইয়িং ডিরেক্টর মর্গান দ্যলেমাজুর এবং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লুসি অ্যাবত উপস্থিত ছিলেন।

বিজিএমইএর পক্ষে সহ-সভাপতি মিজানুর রহমান ও বিদ্যা আমৃত খান, পরিচালক শাহ রায়িদ চৌধুরী এবং নাফিস-উদ-দৌলা উপস্থিত ছিলেন।

Scroll to Top