January 29, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • ২ হাজার টাকার ফ্যামিলি কার্ড নিতে ১ হাজার টাকা ঘুষ লাগবে না তো: নাহিদ ইসলাম

২ হাজার টাকার ফ্যামিলি কার্ড নিতে ১ হাজার টাকা ঘুষ লাগবে না তো: নাহিদ ইসলাম

Image

অনলাইন ডেস্কঃ

ক্ষমতায় গেলে জনগণের সুবিধায় বিভিন্ন কার্ড দেয়ার প্রতিশ্রুতির বিষয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দলীয় ঐক্য জোটের নির্বাচনি জনসভায় বক্তব্যকালে এ বিষয়ে প্রশ্ন তুলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমরা শুনছি বিভিন্ন কার্ড দেয়া হবে। ফ্যামিলি কার্ড দেয়া হবে, কৃষক কার্ড দেয়া হবে। আমরা চাই কার্ড দেয়া হোক, জনগণ সুবিধা পাক। কিন্তু এই কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো? ২ হাজার টাকার কার্ড নিতে ১ হাজার টাকা ঘুষ দেয়া লাগবে না তো? ঘুষ, চাঁদাবাজি যদি আমরা নির্মূল না করতে পারি, এসব সুবিধা কি জনগণের কাছ পর্যন্ত পৌঁছাবে?

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের সমর্থিত জামায়াত-এনসিপিসহ জোটের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এবারের নির্বাচন শুধু সরকার বদলের নির্বাচন নয়, দেশ বদলের নির্বাচন। এবারের নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়, ক্ষমতার কাঠামো পরিবর্তনের নির্বাচন। আর নির্বাচনের সঙ্গে গণভোটও আছে, এটা অনেক দল ভুলে যায়। কিন্তু আমরা ভুলি না, জনগণও ভুলবে না। ইনশাআল্লাহ, আমরা ঐক্যবদ্ধভাবে বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আর ইনসাফের পক্ষে নতুন বাংলাদেশ গড়ে তুলব।

Scroll to Top