বাংলাদেশের ২২ জন মেধাবী তরুণ পেশাজীবী ২০২৫/২৬ শিক্ষাবর্ষে মর্যাদাপূর্ণ যুক্তরাজ্য সরকারের চেভনিং বৃত্তি অর্জন করেছেন। তারা শিগগিরই যুক্তরাজ্যের বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোতে এক বছরের মাস্টার্স ডিগ্রি অর্জনের জন্য যাত্রা করবেন।
সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) ব্রিটিশ হাইকমিশনার সারা কুকে ঢাকায় এক অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কারপত্র তুলে দেন।
চেভনিং বৃত্তি হলো যুক্তরাজ্য সরকারের বৈশ্বিক বৃত্তি কর্মসূচি, যা ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এবং সহযোগী সংস্থাগুলোর অর্থায়নে পরিচালিত হয়। এই কর্মসূচির মাধ্যমে মজবুত একাডেমিক পটভূমি ও নেতৃত্বের সক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা যুক্তরাজ্যে উচ্চশিক্ষার পূর্ণ অর্থায়নভিত্তিক সুযোগ পান।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকে বলেন, “যুক্তরাজ্যে জীবন-পরিবর্তনকারী যাত্রা শুরু করতে যাওয়া বাংলাদেশের ২২ জন অসাধারণ চেভনার্সকে আমার আন্তরিক অভিনন্দন।
“চেভনিং কর্মসূচি যুক্তরাজ্য-বাংলাদেশের দৃঢ় অংশীদারিত্বকে প্রতিফলিত করে, যা আমাদের অভিন্ন মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত। যুক্তরাজ্যে অধ্যয়ন শেষে এই বৃত্তিপ্রাপ্তরা জ্ঞান, আত্মবিশ্বাস এবং উদ্দেশ্য নিয়ে নিজ নিজ সমাজে বাস্তব পরিবর্তন আনতে সক্ষম হবেন।”
২০২৬/২৭ শিক্ষাবর্ষের চেভনিং বৃত্তির জন্য আবেদন এখন উন্মুক্ত এবং তা ৭ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলবে।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন: www.chevening.org/apply