আগামী ২১ জুলাই রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হতে যাচ্ছে শহীদ পেশাজীবী পরিবারের সম্মাননা ও আলোচনা সভা। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ জুলাই) অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ।

ভেন্যু পরিদর্শনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. এজেডএম জাহিদ হোসেন। আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, আমিরুল ইসলাম কাগজী সহ অন্যান্য নেতৃবৃন্দ।