September 10, 2025

শিরোনাম

সোনালী লাইফ দ্বিতীয়বারের মতো Commonwealth Partnership Summit & Business Excellence Awards-এ বিজয়ী

Image

বাংলাদেশের শীর্ষস্থানীয় ও দ্রুতবর্ধনশীল জীবন বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স তার উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো কমনওয়েলথ পার্টনারশীপ সামিট ও বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-এ একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে।

শুক্রবার (২৯ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরের কনকর্ড হোটেলে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সোনালী লাইফের পক্ষ থেকে পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ আজিম, প্রধান তথ্য কর্মকর্তা (CIO) হাসিব রেজা, সহকারী ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সাহিল, AGM মিজানুর রহমান এবং ডেপুটি ম্যানেজার মাহমুদুর রহমান।

এ বছর সোনালী লাইফ ইন্স্যুরেন্স ৬টি বিভাগে পুরস্কার অর্জন করেছে, যা হলঃ
১. ডিজিটাল ইন্স্যুরেন্স ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার
২. ইন্স্যুরটেক ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার
৩. এডুকেশন ইন্স্যুরেন্স ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার
৪. বেস্ট মার্কেটিং ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার
৫. নিউ ইন্স্যুরেন্স প্রোডাক্ট অব দ্য ইয়ার
৬. বেস্ট কাস্টমার সার্ভিস ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার

এই স্বীকৃতি সোনালী লাইফকে কেবল বাংলাদেশে নয়, আন্তর্জাতিক পর্যায়েও একটি প্রভাবশালী জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। উল্লেখ্য, ২০২৩ সালে সোনালী লাইফ আগেও ৬টি ক্যাটাগরিতে কমনওয়েলথ পার্টনারশীপ সামিট ও বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছিল।

Scroll to Top