January 30, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • সেমিকন্ডাক্টর খাতে সম্ভাব্য সহযোগিতায় আগ্রহ, উলকাসেমি পরিদর্শন করলেন কসোভোর রাষ্ট্রদূত

সেমিকন্ডাক্টর খাতে সম্ভাব্য সহযোগিতায় আগ্রহ, উলকাসেমি পরিদর্শন করলেন কসোভোর রাষ্ট্রদূত

Image

কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা সম্প্রতি বাংলাদেশে অবস্থিত দেশের বৃহত্তম ও নেতৃস্থানীয় সেমিকন্ডাক্টর ডিজাইন প্রতিষ্ঠান ULKASEMI Pvt. Limited পরিদর্শন করেন। এ সময় তিনি কোম্পানির সিইও ও প্রেসিডেন্ট মোহাম্মদ ই. রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

রাষ্ট্রদূত লুলজিম পল্লানা উলকাসেমির বৈশ্বিক সাফল্য ও দেশের প্রযুক্তি খাতে ফেরত আগত বাংলাদেশি বিশেষজ্ঞদের উদ্ভাবনী প্রচেষ্টাকে প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, কসোভো বাংলাদেশের সেমিকন্ডাক্টর ডিজাইন খাতে ক্রমবর্ধমান নেতৃত্বের দিকে দৃষ্টি রাখছে এবং ভবিষ্যতে উভয় দেশের মধ্যে এ খাতে সম্ভাব্য সহযোগিতার সুযোগে আশাবাদ ব্যক্ত করেন।

Scroll to Top