বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহ্দ শুহাদা ওথমান সম্প্রতি বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স (BMCCI) প্রতিনিধিদের নিয়ে প্রযুক্তি খাতের অন্যতম অগ্রগামী প্রতিষ্ঠান উল্কাসেমি প্রাইভেট লিমিটেড পরিদর্শন করেন। এই সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সেমিকন্ডাক্টর খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন সম্ভাবনা অনুসন্ধান ও জোরদারকরণ।

২০০৭ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি উল্কাসেমির প্রেসিডেন্ট ও সিইও, সম্মানিত জনাব মোহাম্মদ এনায়েতুর রহমানের নেতৃত্বে দেশের সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিস শিল্পে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

পরিদর্শনকালে উভয় পক্ষই চিপ ডিজাইন ও উন্নত ম্যানুফ্যাকচারিং প্রযুক্তিতে পারস্পরিক বিনিয়োগ এবং যৌথ উদ্যোগের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে মালয়েশিয়ার সেমিকন্ডাক্টর শিল্পে উল্কাসেমির আসন্ন সম্প্রসারণ পরিকল্পনাকে কেন্দ্র করে এই আলোচনা হয়।