আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের পরেও আগামী ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর বিচারিক বা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বহাল থাকবে। তবে নির্বাচনের দিন সেনাবাহিনী সরাসরি ভোটকেন্দ্রে অবস্থান করবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে চূড়ান্ত প্রস্তুতিমূলক বৈঠক শেষে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আখতার আহমেদ।











