January 29, 2026

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • সুইস কোম্পানি মেডলগের সঙ্গে পানগাঁও আইসিটি পরিচালনা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

সুইস কোম্পানি মেডলগের সঙ্গে পানগাঁও আইসিটি পরিচালনা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

Image

ঢাকার অদূরে কেরানীগঞ্জের পানগাঁ অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল (পিআইটিসি) পরিচালনা ও ব্যবস্থাপনা বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে অভ্যন্তরীণ লজিস্টিকসে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সুইজারল্যান্ড-ভিত্তিক মেডলগ এর একটি কনসেশন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার ( ১৭ নভেম্বর) বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে  ২২ বছর মেয়াদি এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান এবং মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এটিএম. আনিসুল মিল্লাত তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা বলেন,  বন্দর ব্যবস্হাপনার ইতিহাসে আজ একটি স্মরণীয় দিন। ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে মাত্র তিন কিলোমিটার দূরে ঢাকার কাছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনা সংক্রান্ত চুক্তিটি বাংলাদেশের লজিস্টিক ও বাণিজ্য অবকাঠামো উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। এটির মূল সুফলভোগী হবে মূলত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। যারা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। আজকের এই বিনিয়োগ আমাদের স্বপ্নবান তরুণ প্রজন্মের জন্য। বাংলাদেশের লজিস্টিক খাতের ভবিষ্যৎ বদলে দেবে মেডলগ টার্মিনাল চুক্তি।

চুক্তিটি দেশের লজিস্টিকস ও কনটেইনার পরিবহন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত রেটো রেনগলি। তিনি বলেন “মাত্র এক সপ্তাহ আগে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আরেকটি সুইস কোম্পানির নতুন প্রোডাকশন ফ্যাসিলিটি উদ্বোধনের পর, মেডলগের বাংলাদেশে আনুষ্ঠানিক আগমন সুইস প্রত্যক্ষ বিনিয়োগের বৈচিত্র্যপূর্ণ ও শক্তিশালী উপস্থিতিকে আরও জোরদার করেছে।”

রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, সুইস কোম্পানিগুলোর ক্রমবর্ধমান অংশগ্রহণ বাংলাদেশে টেকসই বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, এই চুক্তির মাধ্যমে অভ্যন্তরীণ নৌপথে কনটেইনার পরিবহন আরও দ্রুত, কার্যকর ও স্বল্প ব্যয়সাপেক্ষ হবে।

Scroll to Top