রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর, ২০২৫) দুপুর ১টার দিকে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
ডাঃ জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের অধীনে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বেগম খালেদা জিয়াকে। তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি।
দলের পক্ষ থেকে দেশবাসীর প্রতি খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাওয়ার অনুরোধ জানানো হয়েছে।











