December 23, 2024

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • সিলেট বিভাগীয় বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট বিভাগীয় বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Image

২১ ডিসেম্বর, ২০২৪ইং, শনিবার, সকাল ১০:০০ ঘটিকায় বিভাগীয় কমিশনার কার্যালয়, সিলেট সম্মেলন কক্ষে ‘সিলেট বিভাগীয় বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব দেবজিৎ সিংহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব), জনাব ড. খন্দকার আজিজুল ইসলাম, জেলা প্রশাসক, সিলেট জনাব মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক জনাব মোঃ মাহদী সালেহীন।

উক্ত সভায় অংশীজনের সাথে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ দেশি-বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে নানাবিধ বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন।

সভায় এছাড়াও সিলেট বিভাগীয় বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, বিডার কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Scroll to Top