অনলাইন ডেস্কঃ
সারাদেশের ৩৬১টি থানার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) রাতে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
পুলিশ সদর দফতর জানিয়েছে, দেশের ক্ষতিগ্রস্ত ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৭০টি এবং রেঞ্জের ৫২৯টি থানার মধ্যে ২৯১টি মিলে ৩৬১টি থানার কার্যক্রম পুনরায় চালু হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ক্ষতিগ্রস্ত থানাগুলোর কার্যক্রম বন্ধ ছিল।
সুত্রঃ বাসস।