সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ, এফবিসিসিআই-এর উদ্যোগে বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) রাজধানীর এফবিসিসিআই ভবনে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ, এফবিসিসিআই-এর আহ্বায়ক জাকির হোসেন নয়ন, সদস্য সচিব মো. জাকির হোসেন, উপদেষ্টা গিয়াস উদ্দিন খোকনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, ধর্মপ্রাণ মুসল্লি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











