January 29, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • সমাজের উন্নয়নে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত ঢাকা-১১ গড়ার অঙ্গীকার ড. এম এ কাইয়ুমের

সমাজের উন্নয়নে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত ঢাকা-১১ গড়ার অঙ্গীকার ড. এম এ কাইয়ুমের

Image

সমাজের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী ড. এম এ কাইয়ুম।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর, ২০২৫) রাজধানীর রামপুরা মৌলভীরটেক এলাকাবাসীর উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা এখনো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, এ বিষয়ে দেশের জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং চোখ-কান খোলা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে।

ড. এম এ কাইয়ুম বলেন, একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে ধর্মীয় জ্ঞান ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। তিনি বলেন, “ধর্ম মানুষকে সৎ পথে চলতে শেখায় এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সাহস জোগায়। আগামীর বাংলাদেশ গড়তে ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে।”

আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরে ঢাকা-১১ আসনের মাটি ও গণমানুষের নেতা ড. এম এ কাইয়ুম বলেন, ঢাকা-১১ আসনকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা তার প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক ও সন্ত্রাস মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে রেখেছে। সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারলে ঢাকা-১১ হবে নিরাপদ, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য এলাকা।

তিনি আরও বলেন, বিগত সময়ে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল। সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেনি। বিএনপি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, যেখানে মানুষ স্বাধীনভাবে ভোট দিয়ে নিজের পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারবে।

ড. এম এ কাইয়ুম বলেন, ভোটের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব। এ লক্ষ্যে দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

Scroll to Top