‘আমজনতার দল’-এর নিবন্ধনের দাবিতে সাধারণ সম্পাদক ও তরুণ নেতা তারেক রহমান টানা অনশন চালিয়ে যাচ্ছেন। তিনি এখন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
বিএনপির নেতা ইশরাক হোসেন তারেক রহমানের পাশে দাঁড়িয়ে তার দলের নিবন্ধনের দাবিতে সহমর্মিতা প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশে অনেক নিবন্ধিত রাজনৈতিক দল কার্যত নিষ্ক্রিয় এবং পুনর্নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র সক্রিয় দলগুলোই বাছাই করা উচিত।
রোববার (৯ নভেম্বর, ২০২৫) দুপুর ২টায় আগারগাঁও নির্বাচন ভবনের সামনে তারেক রহমানের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইশরাক হোসেন বলেন, “অনেক রাজনৈতিক দল কার্যত দল হিসেবে কাজ করছে না। তাদের কোনো কার্যক্রম, কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। তারা জনগণের জন্য ভবিষ্যতে কী করবে, তাদের কোনো নির্বাচনী ইশতেহারও নেই। গণতন্ত্রের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি জানা জরুরি।”
তিনি আরও বলেন, “এই বাস্তবতা দেখার পর মনে হলো, বাসায় বসে থাকা উচিত নয়। তারেক রহমানের পাশে আমি দাঁড়িয়েছি এবং দাবি জানাচ্ছি তার দলের নিবন্ধন দ্রুত দেওয়া হোক।”











