অনলাইন ডেস্কঃ
শনিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নুরুল কাদির অডিটোরিয়ামে আশুলিয়াস্থ তৈরি পোশাক কারখানাগুলোর চলমান সংকট ও উত্তরণের পথ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শ্রমিকদের সমস্যা সমাধান করা হবে উল্লেখ করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, শ্রমিকদের প্রতি আহ্বান, নতুন সরকার এসেছে তাদের উপর ভরসা রাখুন। আমরা শ্রমিকদের কল্যাণে সব ধরনের পদক্ষেপ নেব। পোশাক কারখানাগুলোতে অসন্তোষের জন্য সব ক্ষেত্রেই শুধু বহিরাগতদের ওপর দোষ চাপিয়ে দিলেই হবে না, শ্রমিকদের বকেয়া বেতন সময় মতো দিয়ে দেয়ার বিষয়টিতেও মালিকদের নজর রাখতে হবে।
পোশাক শিল্প নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, প্রতিবেশী কোনো দেশ যেন এই পরিস্থিতি থেকে সুযোগ নিতে না পারে এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে বলেও জানান আসিফ।
তিনি বলেন, ২০২৩ সালে শ্রমিক অসন্তোষের সময় চারজন শ্রমিকের মৃত্যু হয়েছিল। সে সময় শ্রমিকদের বিরুদ্ধে যে সমস্ত মামলা করা হয়েছিল, সেগুলো তুলে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
আগামীকাল থেকে কারখানা খোলা রাখতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা করলে শ্রমিকরাই ভ্যানগার্ড হয়ে সেই কারখানা রক্ষা করবে।
এসময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, অন্তর্বর্তী সরকারের শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার প্রমুখ।