অনলাইন ডেস্কঃ
শুক্রবার (৯ আগস্ট) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পর্যায়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওই বৈঠক শেষে বিকেলে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় বৈঠকের আলোচনার বিষয় নিয়ে কথা বলেন তিনি।
বৈঠকের প্রাথমিক আলোচনার বিষয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আজ দপ্তর বণ্টন করা হয়েছে। শুরুতেই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করা হবে। পাশাপাশি বিচার কাজ দ্রুত চালু করা হবে এবং হয়রানিমূলক মামলার বিষয়ে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া নিহতদের পরিবারের সদস্যদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় (রাষ্ট্রীয় অতিথি ভবন) ডাকা হবে।
‘সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো আইনগুলোর কোনো কোনো বিধান অপপ্রয়োগের ঝুঁকি আছে, সেগুলো নির্ণয় করে বাদ দেয়া হবে’ একথাও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলনে যাদের হত্যা করা হয়েছে, তারও বিচার করা হবে। এ সময় শুরুতেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং পুলিশের মনোবল ফেরাতে কাজ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
সৈয়দা রিজওয়ানা হাসান জানান, শিক্ষকদের সঙ্গে আলোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত সময়ের মধ্যে খুলে দেয়া হবে। দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের সঙ্গে শিক্ষার্থীরা কীভাবে কাজ করবে তার একটি কাঠামোও তৈরি করা হবে।