শিক্ষাক্ষেত্রে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ইউনেস্কোর উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘শিক্ষা সংস্কারের পক্ষে তরুণদের ক্ষমতায়ন’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালার মাধ্যমে ইউনেস্কোর বৈশ্বিক প্রতিবেদন The Price of Inaction 2024 থেকে প্রাপ্ত তথ্য তরুণদের সামনে উপস্থাপন করা হয়, শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধিতে তাদের ভূমিকা জোরদার করা হয় এবং প্রতিবেদনটির সুপারিশসমূহ বাস্তবায়নে তরুণদের উদ্ভাবনী ধারণা সংগ্রহের সুযোগ দেওয়া হয়।




কর্মশালায় উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সঙ্গে তরুণ নেতৃত্বাধীন সংস্থার প্রতিনিধিরা মতবিনিময় করেন। অতিথিরা বক্তব্যে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে তরুণদের কণ্ঠস্বরকে জোরদার করার আহবান জানান।











