January 29, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • লন্ডন সফর সংক্ষিপ্ত করে এয়ারপোর্টে ফিরেই শহীদ ওসমান হাদির লাশ দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

লন্ডন সফর সংক্ষিপ্ত করে এয়ারপোর্টে ফিরেই শহীদ ওসমান হাদির লাশ দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

Image

আজ শনিবার (২০ ডিসেম্বর, ২০২৫) সকালে সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান লন্ডন সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা শহীদ শরিফ ওসমান হাদীর লাশ দেখতে যান। এ সময় আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন ও ঢাকা-১৭ জামায়াতে ইসলামী মনোনিত এমপি পদপ্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আমীরে জামায়াত শহীদ ওসমান হাদির বড় দুই ভাইয়ের সাথে কথা বলেন ও তাদেরকে স্বান্তনা দেন। পরে সকলকে নিয়ে আমীরে জামায়াত মহান আল্লাহর দরবারে শহীদ শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনা ও তাঁর শাহাদাত কবুলিয়াতের জন্য দো’য়া করেন।

উল্লেখ্য আজ বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজায় আমীরে জামায়াতসহ শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন, ইনশাআল্লাহ।

Scroll to Top