August 2, 2025

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • রাঙ্গামাটিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত 

রাঙ্গামাটিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত 

Image

রাঙ্গামাটি প্রতিনিধি:-

রাঙ্গামাটিতে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫-এর মূল প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’। 

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে রাঙ্গামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় রাঙ্গামাটি পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সোহাগময় চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ।

অনুষ্ঠানে এসময় রাঙ্গামাটি পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডাঃ বেবী ত্রিপুরা, রাঙ্গামাটি আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ দেবাশীষ দেব, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক সহ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের পুরস্কার বিতরণ করা হয়। যেমন: পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ।

Scroll to Top