September 10, 2025

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • রাঙ্গামাটিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাঙ্গামাটিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Image

রাঙ্গামাটি প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর, ২০২৫) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি পৌর প্রাঙ্গণে গণতন্ত্রের পথ সুগম করে আগামীর জাতীয় নির্বাচনের সকল ষড়যন্ত্র প্রতিহতের ব্রত নিয়ে জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য দেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী ও সংসদ সদস্য মনি স্বপন দেওয়ান, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভূট্টো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুন্নবী, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীগণ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে বর্ণাঢ্য র‌্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে দলীয় নেতৃবৃন্দ ছাড়াও জেলায় বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃ গোষ্ঠীরা তাদের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে র‌্যালিতে অংশ গ্রহণ করেন।

Scroll to Top