August 3, 2025

শিরোনাম
  • Home
  • বিনোদন
  • রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উদযাপন করলো ঢাকাস্থ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ভারতীয় হাইকমিশন

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উদযাপন করলো ঢাকাস্থ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ভারতীয় হাইকমিশন

Image

ঢাকার ভারতীয় হাইকমিশন এর ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (IGCC) গত বৃহস্পতিবার (৮ মে, ২০২৫) কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। ‘রবির ছায়া’ শিরোনামের এই আয়োজনে পরিবেশিত হয় রবীন্দ্রসঙ্গীতের বর্ণাঢ্য পরিবেশনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি তাঁর বক্তব্যে কবিগুরুকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, চিত্রশিল্প ও সংগীত সৃষ্টির মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের মাঝে একটি অনন্য সাংস্কৃতিক সেতুবন্ধন গড়ে উঠেছে। তাঁর সৃষ্টির গভীরতা ও বিস্তার আজও দুই দেশের মানুষের মনকে একসূত্রে বেঁধে রাখে।”

‘রবির ছায়া’ অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীরা বিভিন্ন পর্যায়ের রবীন্দ্রসংগীত পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।

Scroll to Top