September 10, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • যুক্তরাষ্ট্রের ২০% শুল্ক মোকাবিলা ও টেকসই উন্নয়ন নিয়ে উত্তরা বিজিএমইএ কমপ্লেক্সে বৈঠক অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের ২০% শুল্ক মোকাবিলা ও টেকসই উন্নয়ন নিয়ে উত্তরা বিজিএমইএ কমপ্লেক্সে বৈঠক অনুষ্ঠিত

Image

বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর উত্তরা বিজিএমইএ কমপ্লেক্সে পোশাক শিল্পের ভবিষ্যৎ নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ৪০টিরও বেশি আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রতিনিধি এবং বিজিএমইএ’র শীর্ষ নেতৃত্ববৃন্দ অংশ নেন।

বৈঠকের মূল লক্ষ্য ছিল পোশাক শিল্পে অংশীদারিত্বমূলক কৌশল প্রণয়ন, উৎপাদন ও সরবরাহ চেইনে টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা ধরে রাখা।

আলোচনায় যুক্তরাষ্ট্রের আরোপিত ২০ শতাংশ শুল্ক মোকাবিলার কৌশল, সমন্বিত আচরণবিধি (Unified Code of Conduct) প্রবর্তন, পণ্য বৈচিত্র্যকরণ, শ্রম সংস্কার, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের প্রস্তুতি ও জিএসপি প্লাস সুবিধার চ্যালেঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে সহ-সভাপতিবৃন্দ, পরিচালকবৃন্দ ও বিভিন্ন কমিটির চেয়ারম্যানগণ বৈঠকে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের পোশাক খাতকে আরও প্রতিযোগিতামূলক ও টেকসই করতে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Scroll to Top