January 30, 2026

শিরোনাম

যমুনা ফিউচার পার্কে তিন দিনব্যাপী আবাসন মেলা শুরু

Image

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে শুরু হয়েছে তিন দিনব্যাপী আবাসন মেলা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর, ২০২৫) শপিংমলের সেন্টার কোর্টে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন যমুনা গ্রুপের পরিচালক (মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনস) ড. আলমগীর আলম। বিকন কমিউনিকেশনস আয়োজিত এই মেলা চলবে শনিবার পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. আলমগীর আলম বলেন, “যমুনা ফিউচার পার্ক সবসময় মানুষের জীবনমান, ভোক্তা-অভিজ্ঞতা ও ব্যবসায়িক সুযোগ উন্নত করতে কাজ করে আসছে। আবাসন মেলায় মানুষের উৎসাহ, আস্থা ও প্রতিক্রিয়া আমাদের আরও অনুপ্রাণিত করছে। ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।”

একই ছাদের নিচে এবারের আয়োজনে অংশ নিয়েছে দেশের শীর্ষ আবাসন প্রতিষ্ঠান ও রিসোর্ট ব্র্যান্ডগুলো। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সব শ্রেণির ক্রেতা ও দর্শনার্থীরা মেলা উপভোগ করতে পারবেন।

মেলায় ঢাকা, পূর্বাচল, মাওয়া হাইওয়ে, কেরানীগঞ্জসহ বিভিন্ন প্রিমিয়াম লোকেশনের ফ্ল্যাট, প্লট ও কমার্শিয়াল স্পেস প্রদর্শনের পাশাপাশি কক্সবাজার ও কুয়াকাটার হসপিটালিটি সেক্টরের রিসোর্ট ও পাঁচ তারকা হোটেলে শেয়ার ও মালিকানার সুযোগ তুলে ধরা হচ্ছে। দর্শনার্থীরা সরাসরি পাচ্ছেন রিয়েল এস্টেট ও হসপিটালিটি সেক্টরের সর্বশেষ ট্রেন্ড, লিগ্যাল গাইডলাইন ও ইনভেস্টমেন্ট পরামর্শ।

মেলার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আসেন্ড গ্রুপ। স্পন্সর হিসেবে রয়েছে গোল্ডস্যান্ডস হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেড ও ছুটি গ্রুপ। গোল্ড স্পন্সর হিসেবে অংশ নিয়েছে ভাইয়া হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেড, এইচআর রিসোর্ট গ্রুপ এবং হাদি ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড। এ ছাড়া এআরএ অ্যাসেট গ্রুপ, মিডটাউন ডেভেলপারস লিমিটেড, আল-নোমান গ্রুপসহ আরও অনেক প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের মেলায়।

বীকন কমিউনিকেশনস’র স্বত্বাধিকারী নূর নবী বলেন, “আবাসন মেলা শুধু ক্রেতা-বিক্রেতার মিলনমঞ্চ নয়, বরং দেশের রিয়েল এস্টেট ও হসপিটালিটি শিল্পের অগ্রগতি তুলে ধরার একটি প্রভাবশালী প্ল্যাটফর্ম। দর্শনার্থীদের আগ্রহ ও অংশগ্রহণ আমাদের অভিভূত করেছে। আগামী বছর আরও বড় পরিসরে মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

Scroll to Top