August 2, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • মৌলিক বিষয়গুলোর সমাধান করে অতিদ্রুত নির্বাচনের আহ্বান বিএনপি মহাসচিবের

মৌলিক বিষয়গুলোর সমাধান করে অতিদ্রুত নির্বাচনের আহ্বান বিএনপি মহাসচিবের

Image

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই প্রত্যাশা ব্যক্ত করেন। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই আলোচনা সভা হয়।

মির্জা ফখরুল বলেন, আমার বিশ্বাস যে, এত সমস্যার পরেও ১২টি মৌলিক বিষয়ে ঐকমত্য এসেছে। বাকিগুলোতে ঐকমত্যে যাওয়ার চেষ্টা হচ্ছে, প্রতিদিন বৈঠক হচ্ছে কয়েক ঘণ্টা ধরে; অনেকগুলো বিষয় আছে আমরাও ঠিক বুঝি না যে তারা কী করতে চান। আমার মনে হয়, এগুলোকে বাদ দিয়ে যে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর সমাধান করে অতিদ্রুত নির্বাচনের যে মোটামুটি ধারণা পাওয়া গেছে। লন্ডনে তারেক রহমান এবং অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বৈঠকের মধ্য দিয়ে যে ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হওয়ার কথা হয়েছে; আমার মনে হয় সেটা হলেই অনেক সমস্যা, অনেক দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারব।

মহাসচিব বলেন, আমি কারো সমালোচনা করতে চাই না। এই সময়টা হচ্ছে, পারস্পরিক একটা বোঝাপড়ার সময়; একটু পরস্পরকে বুঝে আমরা যদি খুব দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে ফলটা লাভ করবে জনগণ।

অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।এরপর জাতীয় প্রেসক্লাব পাঁচজন সম্পাদক যায় যায় দিনের শফিক রেহমান, মানবজমিনের মতিউর রহমান চৌধুরী, আমার দেশ এর মাহমুদুর রহমান, নিউ এজ’র নুরুল কবীর এবং সংগ্রামের সাবেক সম্পাদক আবুল আসাদকে সম্মাননা প্রদান করে।

Scroll to Top