September 18, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • মো: রেজাউল করিমকে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বিজনেস অনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রশাসক নিয়োগ

মো: রেজাউল করিমকে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বিজনেস অনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রশাসক নিয়োগ

Image

ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বিজনেস অনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। উপসচিব মো: রেজাউল করিমকে এই দায়িত্ব দেয়া হয়েছে।

১০ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মো: রেজাউল করিম প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে তা মন্ত্রণালয়কে জানাতে হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রশাসক হিসেবে তার দায়িত্ব হবে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা ও নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করা।

Scroll to Top