August 2, 2025

শিরোনাম
  • Home
  • রাজধানী
  • মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Image

স্যার সালিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন এলাকায় পুরাতন মেটাল ভাংগারী ব্যবসায়ী মো: সোহাগকে নির্মম ও নিষ্ঠুরভাবে প্রকাশ্যে দিবালোকে হত্যার প্রতিবাদে আজ সোমবার (১৪ জুলাই) মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি, ঢাকা এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।

সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী সৈয়দ মোঃ বশির উদ্দিন। সেখানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণির ব্যবসায়ী প্রতিনিধি।

তারা সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান, দ্রুততম সময়ের মধ্যে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। পাশাপাশি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

Scroll to Top