মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশিদ ঢাকায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)–এর বাংলাদেশে নিযুক্ত প্রতিনিধি মি. ডম স্ক্যালপেলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে মি. স্ক্যালপেলি হাইকমিশনারকে বাংলাদেশে ডব্লিউএফপি’র চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। বিশেষ করে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য চলমান মানবিক সহায়তা কার্যক্রমের বিষয়টি তিনি তুলে ধরেন।

তিনি জানান, তহবিল সংকটের কারণে বর্তমানে ডব্লিউএফপি’র কার্যক্রম নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে।
এ সময় হাইকমিশনার রাশিদ রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি মালদ্বীপের অবিচল সংহতি পুনর্ব্যক্ত করেন এবং এই সংকটের ন্যায়সঙ্গত ও টেকসই সমাধানে মালদ্বীপের অঙ্গীকার পুনর্নিশ্চিত করেন।