August 2, 2025

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • মাদকের রুট বন্ধে সরকার কাজ করছে: আব্দুল হাফিজ

মাদকের রুট বন্ধে সরকার কাজ করছে: আব্দুল হাফিজ

Image

চট্টগ্রাম প্রতিনিধিঃ

কক্সবাজার সীমান্তে মাদকের রুট বন্ধে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদার) ল্যাফটেন্যন্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) পতেঙ্গা বোট ক্লাবে আমিরাতে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে দুইটি টাগবোট রপ্তানি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, মাদকের সাপ্লাই রুট কক্সবাজার সীমান্ত এলাকা। ওপারের মানুষ মাদকের অর্থ দিয়ে অনেক কিছু করছে। সেটা আমাদের বন্ধ করতে হবে। আমরা মাদকের উৎস বন্ধ করতে পারবনা। কিন্তু মাদকের রুট বন্ধ করতে হবে। সরকারের উচ্চ পর্যায়ের কমিটি মাদক রোধ, নির্মূল ও দমনে কাজ করছে।

তিনদিন আগে কক্সবাজারে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা সেই সভায় সভাপতিত্ব করেছেন। সব সংস্থার প্রধানরা সেখানে উপস্থিত ছিলেন। সর্বতো শক্তি নিয়োগ করা হবে মাদকের চোরাচালান বন্ধ করার জন্য। সরকারের নীতি জিরো টলারন্স। আমাদের রিসোর্সের ঘাটতি আছে। কিন্তু যা রিসোর্স আছে তা দিয়ে সরকার মাদকের চোরাচালান বন্ধের করছে।

Scroll to Top