উত্তরা মাইলস্টোন স্কুল সংলগ্ন এলাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশ্বাস দিয়েছেন, স্বজন হারানো এই শোকাহত পরিবারের পাশে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় রাজধানীর দিয়াবাড়ীর তারারটেক মসজিদ এলাকায় যান মির্জা ফখরুল। সেখানে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। তিনি এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে যথাযথ তদন্ত ও বিচার দাবি করেন।