August 2, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • মাইলস্টোনে দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা ও নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাইলস্টোনে দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা ও নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Image

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির সদস্যগণ, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন। মিলাদ শেষে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

দোয়া মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Scroll to Top