December 23, 2024

শিরোনাম

ভোজ্যতেলের মূল্য সমন্বয় : বাস্তবায়নে তিন সিদ্ধান্ত

Image

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সভাপতিত্বে সোমবার (৯ ডিসেম্বর ২০২৪) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের মূল্য সমন্বয় সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
সর্বসম্মতিক্রমে বৈঠকে নিম্নরূপ সিদ্ধান্তসমূহ গৃহীত হয়ঃ

১. আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের মূল্য বৃদ্ধির প্রবণতা বিবেচনায় এনে অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ পূর্বক প্রতি লিটার খোলা সয়াবিন তেলে সর্বোচ্চ খুচরা মূল্য ১৫৭ টাকা, প্রতি লিটার খোলা পাম সুপার তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৫৭ টাকা, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৭৫ টাকা এবং প্রতি ০৫ (পাঁচ) লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা ৮৫২ টাকা নির্ধারণ করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল এন্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েন বিজ্ঞপ্তি জারি করবে;
. জাতীয় রাজস্ব বোর্ড পরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানিতে আমদানি পর্যায়ে আরোপিত বিদ্যমান সংযোজন কর (মূসক) এর মেয়াদ আগামী ১৫ ই ডিসেম্বর থেকে বৃদ্ধি করে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত নির্ধারণ করবে; এবং
৩. বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন প্রত্যেক মাসে ৫ তারিখ এর মধ্যে অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের নিমিত্ত বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ প্রেরণ করবে এবং বাণিজ্য মন্ত্রণালয় তদনুযায়ী সভা করবে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন , বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খানসহ দেশের বিশিষ্ট ভোজ্যতেল আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Scroll to Top