কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নে বনবিভাগ কর্তৃক ভূমিহীনদের বাড়িঘর উচ্ছেদের প্রতিবাদে শুক্রবার (১ আগস্ট, ২০২৫) এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক জনাব হুমায়ূন কবির খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুরের সাবেক মেয়র মজিবুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন।