January 30, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • ভাষা আন্দোলনে যার যতটুকু অবদান তার স্বীকৃতি দিতে হবে : জামায়াত আমীর

ভাষা আন্দোলনে যার যতটুকু অবদান তার স্বীকৃতি দিতে হবে : জামায়াত আমীর

Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান বলেছেন, ভাষা আন্দোলনে যার যতটুকু অবদান তার স্বীকৃতি দিতে হবে। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি, ২০২৫) জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ এ আলোচনা সভার আয়োজন করে। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিনের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির। 

বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিনের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি  দেলাওয়ার হোসেন,কামাল হোসেন, ড. আব্দুল মান্নান, কামরুল আহসান হাসান, ড.মোবারক হোসেন, ডিইউজে সভাপতি মো: শহিদুল ইসলাম প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন  মো. কামাল হোসাইন, ড. আব্দুল মান্নান, শামসুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য ডাঃ আতিয়ার রহমান, ড. মোবারক হোসেন, জয়নুল আবেদীন, কামরুল আহসান হাসান প্রমুখ।

Scroll to Top