January 29, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ভাষানটেকের এলপিফোরওয়াই প্রশিক্ষণ কেন্দ্রে যুবশক্তি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত

ভাষানটেকের এলপিফোরওয়াই প্রশিক্ষণ কেন্দ্রে যুবশক্তি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত

Image

ঢাকাস্থ ফ্রান্সের রাষ্ট্রদূত মান্যবর মি. জঁ-মার্ক সেরে-শার্লে রাজধানীর ভাষানটেক এলাকায় অবস্থিত লাইফ প্রজেক্ট ফর ইয়ুথ (এলপিফোরওয়াই)-এর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (টিডিসি) পরিদর্শন করেছেন। সফরকালে তিনি প্রান্তিক যুবকদের সঙ্গে একটি ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশ নেন এবং প্রতিষ্ঠানটির চলমান প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

রাষ্ট্রদূত ভাষানটেক বস্তির নিকটে বসবাসকারী তিন যুবকের বাসায় যান এবং তাদের জীবন-সংগ্রাম ও দক্ষতা উন্নয়ন যাত্রা সম্পর্কে কাছ থেকে ধারণা নেন। তিনি এলপিফোরওয়াই-এর প্রতিষ্ঠাতা লর দ্যলা-পোর্ট এবং জঁ-মার্ক দ্যলা-পোর্টের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

রাষ্ট্রদূত সেরে-শার্লে এলপিফোরওয়াই-এর দীর্ঘদিনের কাজ এবং প্রান্তিক যুবকদের দক্ষ ও স্বনির্ভর করে তোলার জন্য তাদের অবদানকে উচ্চ প্রশংসা করেন। তিনি বলেন, যুবসমাজকে সামাজিক ও পেশাগত জীবনে অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠানটির উদ্ভাবনী উদ্যোগ সত্যিই অনুপ্রেরণাদায়ক।

বছরের পর বছর এলপিফোরওয়াই এমন অনেক শিক্ষামূলক টুল ও প্রশিক্ষণ মডেল তৈরি করেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেয়েছে। এমনকি জাতিসংঘসহ বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানও তাদের কাজের প্রশংসা করেছে।

ভাষানটেকের এই টিডিসির মাধ্যমে এলপিফোরওয়াই বাংলাদেশে প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ যুবকদের পেশাগত প্রশিক্ষণ, স্কিল ডেভেলপমেন্ট এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কার্যকর ভূমিকা পালন করছে।

Scroll to Top