January 30, 2026

শিরোনাম
  • Home
  • খেলা
  • ভারতের বিপক্ষে জয়লাভ করায় জাতীয় ফুটবল টিমকে অভিনন্দন জানালেন জামায়াত সেক্রেটারি

ভারতের বিপক্ষে জয়লাভ করায় জাতীয় ফুটবল টিমকে অভিনন্দন জানালেন জামায়াত সেক্রেটারি

Image

এশিয়ান ফুটবল কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতকে ১-০ গোলে পরাজিত করায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, জাতীয় ফুটবল দলের আজকের সাফল্য বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ফুটবলের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরো বলেন, আমি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সর্বোচ্চ সাফল্য, ধারাবাহিক উন্নতি ও আন্তর্জাতিক অঙ্গনে আরও গৌরবময় অর্জনের জন্য দোয়া করছি ও শুভকামনা জানাই। বাংলাদেশ ফুটবল দলের জয়ের ধারা অব্যাহত থাকুক-এই কামনাই করছি।

Scroll to Top